ছবিটি খুঁজে পেয়েছি অবশেষে। গুগল ফোটোজে হাজারো ছবির গহিনে লুকিয়ে ছিলো।
ছবিটিতে আমার মুখের দিকে না তাকিয়ে ওপরে বাম কোনার দিকে তাকালে দেখতে পাবেন একটা পতাকা। আবছা আবছা। নিজেই একেঁছিলাম। ২০১৯ সালে হয়তো! আর তার নিচে লেখা আছে একটা বিশেষ বাক্য।
কোন দেশের পতাকা তা প্রথম ঝলক দেখে হয়তো চিনতে পারা যাবে না। কিন্তু ধীরে ধীরে বোঝা যাবে এটি একটি "ফিউশন ফ্ল্যাগ!" দুটো পতাকা মেশানো হয়েছে।
ব্রাজিল + আর্জেন্টিনা = ব্রাজেন্টিনা।
ঠিক সুকুমার রায়ের "হাতিমি, বকচ্ছপ, হাঁসজারু" নামক প্রাণীগুলোর মতো।
আর নিচের বাক্যটি পড়ে কী বুঝলেন? আমি দুই দলই করি? বাহ! কী সাংঘাতিক!
তবে হ্যাঁ, ধারণাটি ২০১৮ সাল পর্যন্ত সঠিক ছিলো। তৎকালীন সময়ে আমি যে "বাদুরগিরি" করেছি তা সময়ের সাথে সাথে ধীরে ধীরে বুঝতে পেরেছি এবং ফিরে এসেছি সেই কাতারে, আগে যেখানে ছিলাম।
হ্যাঁ ভাই, আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমার আব্বুও আর্জেন্টিনার সাপোর্টার, আমার আম্মুও আর্জেন্টিনার সাপোর্টার। আর কোনো বিশেষ কারণ নাই। প্রিয় দল হওয়ার জন্য কোনো কারণ লাগে না।
আর যদি কারণ জানার জন্য খুব করে চেপে ধরেন, তাহলে বলবো, "জার্সিটা ভালো লাগে! নীল আমার প্রিয় রঙ। সাদাটা দ্বিতীয় পছন্দ।" কাহিনী শেষ।
তবে হ্যাঁ, তার মানে এই না যে আর্জেন্টিনা হেরে গেলে আমি শেষ, আমার জীবনের অর্থ শেষ। এরকম একেবারেই না। অত ডাইহার্ট ফ্যান হাওয়ার কোনো ইচ্ছাও আমার নাই। কষ্ট একটু লাগবে, কিন্তু সমস্যা নেই, সামনে ভালো হবে, এই ভরসায় রইবো।
এবার তাহলে প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনারই যদি সাপোর্টার হই, তাহলে ঐ বিশেষ বাক্যের মানে কী? দ্যাখেন ভাই, আর্জেন্টিনা সাপোর্ট করি বলেই যে ব্রাজিলের সাপোর্টারগুলা আমার দু-চোখের বিষ হবে, এমন তো কোনো কারণ নাই। ব্রাজিল সাপোর্টারদের জ্বালাতে ভালো লাগবে, স্বাভাবিক, খেলার মজাটাই এখানে। কিন্তু সেইটা হতে হবে হালকা হালকা, সুস্থ স্বাভাবিক আলাপ-সালাপ। কিন্তু এর নামে গিয়ে টুটি চেপে ধরা কি ঠিক?
আরো একটা জিনিস। নিজের দল নিয়ে লাফান। নিজের দল নিয়ে গলা ফাটান। কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য দলের প্রতি এত ক্ষোভ কোত্থেকে আসে আপনার? ইতিহাসের পাতা খুঁজে খুঁজে বের করেন কবে আপনার বিপক্ষ দল কত গোল হজম করেছিলো। সেভেন আপের বোতল নেইমারের কোন কোন জায়গায় যে সেট করেন, তার হিসাব নাই। এসব কেন ভাই? বিশ্বকাপ চলে গেলেই তো আবার সেই ব্রাজিলিয়ান বন্ধুর গলা ধরেই ঘুরতে হবে। তখনকার কথা চিন্তা করে এখন অন্তত একটু স্বাভাবিক লেভেলে নামেন।
আমি আর্জেন্টিনার সাপোর্টার, তাই ব্রাজিল সাপোর্টারদের জ্ঞান দেওয়ার অধিকার আমার নাও থাকতে পারে। তবে বলে রাখি, আপনাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে। আপনারাও দুধে ধোয়া তুলসীপাতা না।
পরিশেষে আমি বলবো, ব্রাজিল বা ব্রাজিলের সাপোর্টারদের প্রতি আমার কোনোরকম বিদ্বেষ নাই। আমি ব্রাজিল আর আর্জেন্টিনা, দুই দলকেই ভালোবাসি। দলকে ভালোবাসতে তো কোনো অপরাধ নেই। তাই সেই বিশেষ বাক্যের অবতারণা।
I love BRAZENTINA!
এখন বলতে পারেন, এতই যখন ভালোবাসা উতলাইয়া উঠতেছে আপনার, তাহলে কেবল ও দুই দলকে নিয়ে বললেন কেন, আরো তো ৩০ টা দল বিশ্বকাপে আছে, তাদের নিয়ে কোনো কথা নাই?
ভাইরে, আপনারা ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টারগুলা নিজেদের মধ্যে যে পরিমাণ হাঙ্গামা করেন, ঐ দলের সাপোর্টারগুলা তার সিকিভাগও করে কিনা সন্দেহ! ওরা ভালোই আছে, আপনারা ঠিক হন।
যাইহোক, আমার কথা আমি বললাম। এখন আমাকে গোলআলু বলেন, আর মিষ্টিআলু বলেন, আর চ্যাপ্টা আলু বলেন, আমি আর কিছু গায়ে লাগাচ্ছি না।